বিশেষ প্রতিবেদক(২২ আগস্ট) :: কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অকুপেশনাল থেরাপী ম্যানেজম্যান্ট ফর এনডিডি এন্ড অটিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
আজ জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত স্কুল অরুণোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় ঢাকাস্থ মিরপুরের সিআরপি পেডিয়াট্রিক ইউনিটের ইনচার্জ এবং থেরাপি কনসালটেন্ট ও প্রশিক্ষক সুলতানা রাজিয়া বক্তব্য রাখেন।
স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী আয়োজিত কর্মশালায় বিশেষায়িত স্কুল অরুণোদয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অভিভাবকেরা অংশ নেয়।
Posted ৪:২০ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy