কক্সবাংলা রিপোর্ট(৯ মার্চ) :: কক্সবাজারে ট্রাফিক পুলিশের অভিযানে বিভিন্ন যানবাহন থেকে শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ করেছে। ৯মার্চ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ও বাস টার্মিনালে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
কক্সবাজার জেলা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিকে জানান, উচ্চ আদালতের নির্দেশ মেনে ও সড়ক মহাসড়ক থেকে শব্দদুষণ দুর করতে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে তারা।
এসময় বিভিন্ন চেকপোস্টে দুরপাল্লার বাস, ট্রাক ও পিকআপ ভ্যানসহ শতাধিক যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ভবিষ্যতে কোন যানবাহনে এ হর্ন ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৩:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
coxbangla.com | Chanchal Chy