এম আবুহেনা সাগর,ঈদগাঁও(৬ নভেম্বর) :: পর্যটননগরী কক্সবাজারে দুদিন ব্যাপী জেলা ইজতেমা আনুষ্টানিক ভাবে বয়ানের মধ্য দিয়ে শুরু হয়।
জানা যায়, ৬ ও ৭ নভেম্বর কক্সবাজার ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন এলাকায় দুই দিন ব্যাপী বিশাল ওজাহাতি জোড় ইজতেমার প্রথম দিন ৬ই নভেম্বর ফজরের নামাজের পর থেকে শুভ সুচনা ঘটে।
তবে ইজতেমার মাঠে অবস্থান করা আবুল কাসেম জানান, ফজরের পর থেকে শুরু হয়েছে ইজতেমা। কাকরাইলের মুরব্বী ও আলেম ওলামায়েরা কক্সবাজারের ইজতেমার এসেছেন।
জেলার আট উপজেলা ছাড়াও অন্যান্য উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে এই ইজতেমায় অসংখ্য লোকজন অংশগ্রহন করে।
Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy