কক্সবাংলা রিপোর্ট(৬ জানুয়ারী) :: কক্সবাজারে নাশকতা মামলার আরো ১২ জন আসামিকে আদালত রবিবার কারাগারে পাঠিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহ সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরীসহ বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
এর আগে গত ৩ জানুয়ারী নাশকতা মামলায় কক্সবাজার ও টেকনাফের ৪৫ বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায় জেলা ও দায়রা জজ।
অপরদিকে রবিবার একই দিনে চকরিয়া ও পেকুয়া উপজেলার আরো ১১৮ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী উচ্চ আদালতের জামিন নিয়ে কক্সবাজারের বিচারাদালতে জামিননামা দাখিল করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, কুতুবদিয়া থানার ২টি নাশকতা মামলার আসামি হিসাবে ১২ জন বিএনপি-জামায়াত নেতা কক্সবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিজেএম কোর্ট) আত্মসমর্পণ করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আজিজ মামলার শুনানি শেষে আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর পূর্বক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এর আগে গত সপ্তাহে টেকনাফ ও কক্সবাজার সদরের ৩৪ জন বিএনপি-জামায়াত নেতাকর্মী কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের প্রার্থনা জানালে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
এদিকে চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা নাশকতা মামলার আরো ১১৮ জন আসামি রবিবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। তারা সবাই এলাকার বিএনপি-জামায়াতের নেতাকর্মী। পুলিশের দায়ের করা নাশকতা মামলার এসব আসামি এর আগে উচ্চ আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন।
উচ্চ আদালতের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদের মধ্যে এসব আসামিরা পুনরায় আদালতে জামিনের আবেদন জানাতে হাজির হবার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনের আগে কক্সবাজারের ৮টি থানায় কমপক্ষে দুই ডজন নাশকতার মামলা পুলিশ দায়ের করেছিল।
Posted ২:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy