কক্সবাংলা রিপোর্ট(৩০ নভেম্বর) :: জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কারও বিরুদ্ধে পক্ষপাতের প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। নিরপেক্ষতা নিয়ে কোনো রকমের প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে। একই সাথে নির্বাচন পর্যন্ত রোহিঙ্গাদের উপর কঠোর নজরদারি রাখা হবে বলেও জানান তিনি।
শুক্রবার বিকালে কক্সবাজারের হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার,সহকারী রিটার্নিং অফিসার,আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন অফিসারদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
একই সাথে নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ায় অবস্থানরত বিপুল এ রোহিঙ্গা জনগোষ্ঠী নির্বাচনে ব্যবহার হতে পারে। তাই আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সম্পৃক্ততা প্রতিরোধে রোহিঙ্গাদের উপর কঠোর নজরদারি রাখা হবে বলেও জানান তিনি।
কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক ও রিটর্নিং অফিসার মো: কামাল হোসেন.জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন,৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খাঁন, বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী সহ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা।
Posted ৬:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy