রোতাব চৌধুরী :: কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা।
রবিবার দুপুরে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কমিটির সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কক্সবাজারকে ঢেলে সাজাতে সরকারি সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মং টিংঞো,পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
সভায় কুতুবদিয়ায় গ্রাম পর্যায়ে বিদ্যুতব্যবস্থা চালুকরণ, মানহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা, পেকুয়া থেকে মগনামা ঘাট সড়কের উন্নয়ন,সড়ক আলোকিত করণ,শহরের জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
Posted ৮:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta