কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার অন্যতম পরাশক্তি রামু উপজেলা ফুটবল টিমকে ১-০ গোলে পরাজিত করে স্বপ্নের ফাইনালে উঠেছে জেলার উঠতি শক্তি টেকনাফ উপজেলা।
খেলার ৬মিনিটে একমাত্র গোলটি করেন ১৪ নং জার্সিধরাী জেরি। এদিন ম্যাচ জুড়ে বল নিয়ন্ত্রন ও মুহুমুহু আক্রমন চালালেও সঠিক ফিনিশিংয়ের অভাবে গোল শোধ করতে ব্যর্থ হয় রামু। যার ফলে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় অলটাইম ফেভারিট রামুকে। আর প্রথমবারের মতো ফাইনালে পা রাখে মঙ্গল বড়ুয়ার হাতে গড়া জেলার নবাগত শক্তি টেকনাফ।
এদিন অসাধারণ নৈপুণ্যের জন্য ম্যান অব দ্যা ম্যাচ হন টেকনাফ দলের শেখ আহমদ। ২০ জানুয়ারী দ্বিতীয় সেমিফাইনালে কুতুবদিয়া ও সদরের জয়ী দলের সাথে স্বপ্নের ফাইনাল খেলবে টেকনাফ।
Posted ৮:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy