সংবাদ বিজ্ঞপ্তি(৪ জুলাই) :: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কক্সবাজার জেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার এক বিবৃতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান এ নির্দেশনা দেন।
নেতৃবৃন্দ বলেন, দুর্গত এলাকার প্রত্যেক উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণের নেতৃত্বে বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়ে সাদ্যমতো ত্রাণ সহায়তা প্রদানের আহবান জানান।
পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও সরকারী ত্রাণ সহায়তা বিতরণকালে সব ধরণের সহযোগিতা প্রদানের নির্দেশনা দেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
Posted ১:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy