কক্সবাংলা রিপোর্ট(২৮ ডিসেম্বর) :: কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায় জুয়া বসানোর অভিযোগ উঠল মেলা কমিটির বিরুদ্ধে। এলাকার মানুষের দাবি,শীতের মৌসুমে কক্সবাজারে মেলার আয়োজন করে নিম্ন মানের পণ্য বিক্রি করে পর্যটক ও স্থানীয়দের পকেট কাটতেই লোক ঠকানো এ মেলার আয়োজন করে।আর প্রভাবশালীদের সহযোগিতায় মেলার নামে রাতে জুয়া খেলার ব্যবস্থা করা হয়। তবে মেলার উদ্যোক্তারা অবশ্য এ অভিযোগ খারিজ করেছেন।
কিন্তু উদ্যোক্তারা অস্বীকার করলেও এর সত্যতা মিলে গত ২৭ ডিসেম্বর শুক্রবার রাতে জুয়া খেলার সময় মেলা প্রাঙ্গণ থেকে তিন জুয়াড়িকে হাতেনাতে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
আটককৃতরা হলো-কক্সবাজার শহরের ঘোনার পাড়ার আবদুল মজিদের পুত্র নূরুল হক (৩৩), খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকার আমান উল্লাহর পুত্র নজরুল ইসলাম (২৩), একই ইউনিয়নের জয়নাল আবেদীনের পুত্র বাবুল (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) জানায়, কক্সবাজারে শিল্প ও বাণিজ্য মেলায় জুয়ার আসর বসানোর খবর পেয়ে সেখানে তারা অভিযান চালায়। এসময় জুয়া খেলার সময় হাতেনাতে ৩ জনকে আটক করা হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ মেলা প্রতিদিন রাত ৯টা পর্যন্ত মেলা চলার অনুমতি দেওয়া হলেও তা চলে গভীর রাত পর্যন্ত।এ কারণে মেলায় উত্তেজনার পাশাপাশি জুয়া ও মদের নেশায় মানুষের মধ্যে হাতাহাতি থেকে মারধর পর্যন্ত বেধে যায়।
প্রসঙ্গত পর্যটন নগরী কক্সবাজারের প্রাণকেন্দ্র শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে পর্যটন গলফ মাঠে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড‘র উদ্যোগে গত ১১ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এই বাণিজ্য মেলা শুরু হয়। মূলত বাণিজ্য মেলার মতো আয়োজনের উদ্দেশ্য হচ্ছে দেশি-বিদেশি উৎপাদক-ক্রেতা, আমদানি-রফতানিকারকদের মধ্যে মেলবন্ধন ঘটানো।আর বাণিজ্য মেলা থেকে সুলভে পছন্দসই জিনিসও কিনতে পারেন সাধারণ ক্রেতারা।
Posted ৪:১২ অপরাহ্ণ | শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy