প্রেস বিজ্ঞপ্তি :: কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনূর্ধ ১৩ থেকে ১৬ বালিকাদের ক্রিকেট প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-৪ ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি গুলশান আরা।
এ সময় তিনি বলেন,ছেলেদের পাশাপাশি মেয়েরাও এখন খেলাধুলায় এগিয়ে আসছে এবং ব্যাপক সফলতা পাচ্ছে। মেয়েদের শারীরিক এবং মানসিক সুস্থতা এবং ব্যাক্তি জীবনে সমৃদ্ধির জন্য নিয়মিত খেলাধুলা অংশ গ্রহন জরুরী। বর্তমানে সরকার খেলাধুলার উন্নয়নে অতীতের চেয়ে বহুগুন এগিয়ে।
বিশেষ করে মেয়েদের জন্য আরো বেশি তৎপর তাই নারীদের সর্বখেত্রে অংশগ্রহন নিশ্চিত করার জন্য তিনি আহবান জানান একই সাথে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১০ দিনের প্রশিক্ষণ শেষে মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আরো ১০ দিন মোট ২০ দিন প্রশিক্ষণ চালানের ঘোষনা দেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শ্রাবস্তি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মোল্লা,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নাহিদা আফরোজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাফুফে সদস্য বিজন বড়–য়া জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অনুপ বড়–য়া অপু,অধ্যক্ষ জসিম উদ্দিন,সহ সম্পাদক পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির,ডিএসএ ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শামসুন্নাহার,সাধারণ সম্পাদক খালেদা জেসমিন সহ জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্ধ উপস্থিত ছিলেন।
Posted ১১:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy