প্রেস বিজ্ঞপ্তি(১৯ ডিসেম্বর) :: সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের উদ্যোগে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার তৃতীয় দিনের অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সূচনা বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করতে হলে সাংস্কৃতিক আন্দোলনকে আরো বেগবান করতে হবে।
ধর্মীয় অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক শক্তি ফাঁয়দা লুটার চেষ্টা করছে। সাংস্কৃতিক কর্মীদের আজকে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হয়ে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়াতে হবে।
সূচনা বক্তব্যের পর কবিতা আবৃত্তি করেন সৈকত খেলাঘরের তনুশ্রী, মাকলুন মুরছাহা, কাশপিয়া সুলতানা তারা ও বিশিষ্ট কবি নিলয় রফিক। এরপরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে গানের দল বিজয় মুখ, অংকুর শিল্পীগোষ্ঠী, সৈকত খেলাঘর আসর, কক্সবাজার শিল্পীগোষ্ঠী ও রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা।
(২০ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের বিজয়মেলার শেষ দিনে গান, আবৃত্তি, নৃত্য ও নাটক পরিবেশিত হবে। আজকের অনুষ্ঠানে সিমুনিয়া খেলাঘর আসর, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, শ্রুতি আবৃত্তি অঙ্গন, সৃজন সঙ্গীত ভূবন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।
সর্বশেষ থিয়েটার আর্ট এর নাটক মঞ্চায়নের মাধ্যমে চারদিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার সমাপ্তি হবে।
অনুষ্ঠানে কক্সবাজারের আপামর জনসাধারণকে অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।
Posted ১২:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy