প্রেস বিজ্ঞপ্তি(২ ফেব্রুয়ারি) :: ‘জীববৈচিত্র্য সমৃদ্ধ জলাভূমি সংরক্ষণ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে পথসভা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’।
রবিবার বিকালে কক্সবাজার প্রেসক্লাবের সামনে পথসভা শেষে র্যালি সহকারে রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির প্রধান নির্বাহী রাশেদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পিপলস ফোরাম এর সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল।
বক্তব্য রাখেন, রিপোর্টাস ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, পরিচালক আজিম নিহাদ, মোহাম্মদ হোসাইন ও জসিম উদ্দিন।
সভায় বক্তারা বলেন, দেশের মোট আয়তনের প্রায় ৫০ ভাগ জলাভূমি। হাজারো প্রজাতির প্রাণী ও উদ্ভিদ জলাভূমির ওপর নির্ভরশীল। জলাভূমি বাঁচলে জীববৈচিত্র্য রক্ষা পাবে। জলাভূমি মানুষের খাদ্যের জোগান দেওয়ার পাশাপাশি নানা প্রজাতির বন্য প্রাণী ও পাখি জলাভূমি থেকে খাদ্য সংগ্রহ করে। কিন্তু সেই অতিগুরুত্বপূর্ণ জলাভূমি আজ নানা কারণে হুমকির মুখে। এ জন্য অকারণে জলাভূমি ভরাট না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনটির পরিচালক সাহেদ মিজান।
Posted ৮:০৫ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy