বিশেষ প্রতিবেদক :: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
সোমবার সকালে “শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে” এ প্রতিপাদ্যে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন,শিশু সংগঠক দীপক শর্মাসহ শিশু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy