বার্তা পরিবেশক(১৬ অক্টোবর) :: কক্সবাজার জেলার পাঠক প্রিয় ও বহুল প্রচারিত সংবাদপত্র দৈনিক রূপালী সৈকতের প্রতিনিধিদের নিয়ে এক ‘প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় পর্যটন শহরের নিরিবিল অর্কিড রেস্টুরেন্টে শুরু হওয়া ওই সম্মেলন শেষ হয় বিকাল ৪ টায়। এই প্রতিনিধি সম্মেলনে পত্রিকার সম্পাদক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে শহর ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
প্রতিনিধিদের উদ্দেশ্যে সম্পাদক ফজলুল কাদের চৌধুরী বলেন, আজকের এই প্রতিনিধি সম্মেলন ছোট্ট একটি সভা হলেও আমাদের জন্য একটি তাৎপূর্যপূর্ণ সভা। আগামী পহেলা নভেম্বর দৈনিক রূপালী সৈকতের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি। পত্রিকার জন্মদিনটি একটু ব্যতিক্রমি ভাবে উদযাপন করতে হলে আপনাদের পরামর্শ ও সহযোগীতা একান্ত প্রয়োজন।
পত্রিকায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সৃষ্টির কল্যাণ প্রত্যাশায়’ স্লুগানে পত্রিকাটি সমাজের অবহেলিত, নির্যাতিত মানুষের কথা তুলে ধরতে চায়। এ জন্য পতিকাটির সাথে যুক্ত উপজেলা প্রতিনিধি সংবাদদাতা ও নিজস্ব সংবাদকর্মীদের একযোগে কাজ করতে হবে। সংবাদ কিভাবে পরিবেশন এবং ছোট ছোট লাইন করে সংবাদ তৈরি করা যায় খেয়াল রাখতে হবে।
তিনি মনে করেন, পত্রিকার সম্পাদক প্রকাশক একজন হলেও কিন্তু এর সাথে যুক্ত থাকেন শতাধিক ব্যক্তি। আপনাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই পত্রিকা পাঠকের হাতে পৌঁছে।
তিনি অন্যান্য পত্রিকার তুলনা করে বলেন, দৈনিক রূপালী সৈকত একটি সংবাদ পত্রের পাশাপাশি একটি রূপালী পাবলিকেসন্স তৈরি করা হয়েছে। ৭ জন দক্ষ পরিচালক নিয়ে এই পাবলিকেসন্স লিমিটেড করা হয়েছে। ‘মৃত্যু’ কখনো জানা থাকে না এবং কাউকে সময়ও দেয় না। যদি আমার মৃত্যুও হয় ইনশাআল্লাহ এই রূপালী সৈকত বন্ধ হবে না। রূপালী পাবলিকেসন্সই চালিয়ে নিয়ে যাবে পত্রিকাটি।
এসময় পত্রিকার আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে বর্র্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কীভাবে সফল হবে তা প্রতিনিধিদের সাথে সাংবাদিকতার ২৪ বছরের অভিজ্ঞতার কথা জানিয়ে আলোচনা করেন পরিচালক ও বার্তা সম্পাদক মোর্শেদুর রহমান খোকন।
এক বছরের কাছাকাছি সময় ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসা এই সংবাদ পত্রের বহুমাত্রিক এগিয়ে যাওয়ার বিষয়ে প্রতিনিধিদের দিক নির্দেশনার পাশাপাশি আরো সার্কুলেশন কিভাবে বাড়ানো যায় তা পরামর্শ দেন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট কল্যাণ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিম।
দৈনিক রূপালী সৈকতের পরিচাল (অর্থ) গোলাম আজম খানের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই সম্মেলনে পত্রিকার এগিয়ে যাওয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন -রূপালী পাবলিকেসনের ব্যবস্থাপনা সম্পাদক এ আর এম শহীদুল ইসলাম চৌধুরী।
প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, টেকনাফের বিশেষ প্রতিনিধি হাফেজ মোহাম্মদ কাসেম, চকরিয়া অফিস প্রধান এ এম ওমর আলী, রামুর নিজস্ব প্রতিবেদক প্রকাশ সিকদার, শহরের নিজস্ব প্রতিনিধি এস এম ছৈয়দ উল্লাহ আজাদ, চকরিয়া প্রতিবেদক মোহাম্মদ উল্লাহ, নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন মাহী, নিজস্ব প্রতিনিধি মোঃ আবছার কবির আকাশ, টেকনাফ প্রতিনিধি ফরহাদ আমিন, চকরিয়া প্রতিনিধি মোঃ নিজাম উদ্দীন, আল জাবের, ঈদঁগাও প্রতিনিধি এইচ এম রুস্তম আলী, বিজ্ঞাপন ব্যবস্থাপনা মোঃ জসিম উদ্দিন ছিদ্দিকী, ঈদগাঁও এজেন্ট মোঃ বেলাল উদ্দীন, চকরিয়া হকার্স সমিতি সভাপতি মোঃ মনির উদ্দিন প্রমুখ।
Posted ১০:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy