কক্সবাংলা রিপোর্ট(১৭ জুলাই) :: কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তিনটি পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে।এসময় এক ভূয়া জ্যোতিষীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,১৭ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬ টায় কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের বেলী হ্যাচারী মোড়ে অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী, ১ নং ওয়ার্ড এর মৃত লাল মিয়ার পুত্র মো. আব্দুর রহমান (৩৫)কে আটক করে।
একই দিন সন্ধ্যায় কক্সবাজারের কলাতলীর দরিয়ানগর ব্রীজের উপর থেকে ১ হাজার ৪২৮ পিস ইয়াবা সহ মো. আলমগীর হোসেন(২৮) নামে এক ভূয়া জ্যোতিষীকে আটক করে। আটক আলমগীর নোয়াখালী জেলার সুধারাম থানার মান্নান নগর, ৬ নম্বর ওয়ার্ড পূর্ব এওজবালওয়া এলাকার মোতালেব মিয়ার ছেলে।
এরআগের দিন ১৬ জুলাই কক্সবাজার শহরের হলিডে মোড় সানমুন হোটেলের সামনে থেকে ২ হাজার পিচ ইয়াবা সহ মোঃ ফয়সাল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।সে সদরের চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকির পাড়ার ৭নং ওয়ার্ড এর ফরিদুল আলমের পুত্র।
এ ব্যাপারে মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক সুমেন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে ৩ হাজার ৯২৮ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। এদের মধ্যে মো. আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে জ্যোতিষী সেজে মানুষের ভাগ্য গনণার কাজ করছিল। ভাগ্য গনণার পাশাপাশি কৌশলে ইয়াবা পাচার করত কক্সবাজার থেকে। অভিযান ভাগ্য গনণার কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে।
আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Posted ২:২০ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy