কক্সবাংলা রিপোর্ট(১৮ জুলাই) :: কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুটি পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৬৫০ পিচ ইয়াবা উদ্ধার করেছে।এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,১৮ জুলাই শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সদরের লিংক রোড ফরেস্ট চেকপোস্টের সামনে টেকনাফ হতে কক্সবাজারগামী পালকী পরিবহন(কক্সবাজার জ-১১-০২৩৪) বাসের ৩নং সিটের যাত্রীর লুঙ্গির নিচে তলপেটে স্কচটেপ দ্বারা মোড়ানো ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোঃ আমির হোছাইন নামে একজনকে ঘটনাস্থলে আটক করা হয়। আটককৃত আসামি মোঃ আমির হোছাইন (৩৯) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ দক্ষিণ হ্নীলা নটমুড়া পাড়া গ্রামের কালা মিয়ার ছেলে।
একই দিন অপর অভিযানে বিকাল সাড়ে ৩টায় শহরের ঝাউতলা মনির স্টোরের সামনে অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তমব্রু পশ্চিমকুল ১নং ওয়ার্ড এর নবী হোছনের পুত্র মোঃ ফারুখ(৩০) কে আটক করে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৌমেন মন্ডলে জানান,শনিবারের দুটি পৃথক অভিযানে পরিদর্শক জীবন বড়ুয়া ও চানঁ মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক কক্সবাজার সদর মডেল থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করেছে। তিনি আরও জানান,মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।
Posted ২:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy