কক্সবাংলা রিপোট(২১ জুলাই) :: কক্সবাজার জেলার পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন বিপিএম (বার) বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক কারবারিও মাদক সেবী যেই হোন না কেনো, তাকে কোনো ভাবেই ছাড় দেয়া হবে না। এছাড়াও পুলিশের কেউ মাদকের সাথে আপোষ করলে তার বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে মর্মে হুশিয়ারি করেন।
তিনি ২০ জুলাই সোমবার সকাল ১০ টায় কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে (জুন-২০২০)মাসিক কল্যান সভা ও অপরাধ সভায় এ কথা বলেন। এদিন স্বাস্থ্যবিধি মেনে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার)।
এসময় তিনি গণমুখী পুলিশিং নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিতকরতে থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন। সাধারণ জনগণকে সম্পৃক্ত করে পুলিশি সেবা প্রদান করার কথা বলা হয়। সোসাল মিডিয়া ব্যবহার করে কেউ যাতে গুজব ও বিভ্রান্তকর তথ্য ছড়াতে না পারে সে বিষয়ে থানার অফিসার ইনচার্জদের সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy