প্রেস বিজ্ঞপ্তি(২৯ ডিসেম্বর) :: ৭১ এর মহান মুক্তিযুদ্ধে কক্সবাজারের বীর শহীদদের স্মৃতি ধরে রাখতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ সড়কগুলো শহীদদের নামে রাখা হয়েছে। এর মধ্য দিয়ে কক্সবাজারের জনগণ বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের বীর শহীদদের জানতে পারবে, তাদের আত্মত্যাগ সম্পর্কে অবগত হবে।
আগামীতেও এ ধরণের উদ্যোগ গ্রহণ করা হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার উদ্যোগে তিনদিনব্যাপী বিজয়ের সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন উপরোক্ত কথা বলেন।
২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবে গান, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করে সপ্তসুর শিল্পীগোষ্ঠী, নব প্রজন্ম শিল্পীগোষ্ঠী, সৈকত খেলাঘর আসর, দরিয়ানগর শিল্পীগোষ্ঠী, সঙ্গীতায়তন, হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠী।
একক গান করেন, শিল্পী মো. হাসান, আনিকা তাসনিম।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার বদিউল আলম, সাংস্কৃতিক সংগঠক আব্দুল মতিন আজাদ, এড. ফরিদুল আলম, এড. সেলিম নেওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, মো. খোরশেদ আলম, জেলা খেলাঘরের সভাপতি আবুল কাশেম বাবু, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, দীপক শর্মা দিপু, ওয়াহিদ মুরাদ সুমন, আবু বক্কর সিদ্দিক খোকন, শহীদ উল্লাহ শহীদ, মনির মোবারক, অজয় মজুমদার, আজিজ উদ্দিন। শেষে একক সংগীত পরিবেশন করেন, বরেণ্য শিল্পী আলম শাহ ও নুরুল আলম।
Posted ১২:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy