কক্সবাংলা রিপোর্ট(১ জানুয়ারি) :: কক্সবাজারে চলমান সরকারের অন্যতম মেঘাপ্রকল্প রেলওয়ে ও জিটিসিএল প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
১জানুয়ারী বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল সংযোগের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৭১টি চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মোট ৬ কোটি ৩৩ লাখ টাকার চেক বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসকের পক্ষে চেক বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আফসারুল আফসার জানান, ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেক যথাযথ ব্যক্তিদের কাছে সরাসরি হস্তান্তর করা হচ্ছে যাতে তারা কোন হয়রানির শিকার না হয়। তারই ধারাবাহিকতায় আজও রেলওয়ে ও জিটিসিএল প্রকল্পে ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ৬ কোটি ৩৩ লাখ টাকার মোট ৭১টি চেক বিতরণ করা হল।
Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy