কক্সবাংলা রিপোর্ট(২৯ জুন) :: মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ শরনার্থী শিবির পরিদর্শন করবেন আর্ন্তজাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরা।
এ লক্ষে তিন দিনের সফরে শনিবার ঢাকা আসছেন তিনি। কক্সবাজারে সফরকালে পিটার ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠির জন্য আইসিআরসি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
এছাড়া রোহিঙ্গা সংকট ও সমাধানের বিষয়ে প্রধানমমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত করবেন।
এ ছাড়া সংশ্নিষ্ট গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি।
Posted ৩:২২ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Chy