কক্সবাংলা রিপোর্ট(২৩ ফেব্রুয়ারী) :: কক্সবাজারস্থ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)সদরের লিংক রোডস্থ মুহুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ৩০ হাজার পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
২৩ ফেব্রুয়ারী র্যাব-১৫ এক মেইল বাতায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, রবিবার কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা সহ টেকনাফ হতে ডাম্পার ট্রাক যোগে কক্সবাজারের দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-১৫‘র একটি দল কক্সবাজার-টেকনাফ মহা-সড়কের মুহুরীপাড়াস্থ কেএম কমপ্লেক্স এন্ড রেসিডেন্স মার্কেট এর সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।
এ সময়ে রাত পৌনে ৮টায় টেকনাফের দিক হতে আসা ডাম্পার ট্রাক যার রেজি নং- চট্ট মেট্টো-ড-৫৮১ চেকপোস্টের সামনে আসলে র্যাব সদস্যগণ থামানোর সংকেত দিলে ড্রাম্পার ট্রাকটি থামিয়ে পালানোর সময় নাইক্ষ্যংছড়ির চাকঢালা, ৪নং ওয়ার্ড এর মোঃ মনসুর আলীর পুত্র মোঃ ফয়েজ উল্লাহ (৪২) এবং একই এলাকার মৃত রশিদ আহম্মেদ‘র পুত্র মোঃ আব্দুল গফুর (৪৩) কে আটক করে।
পরে আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাদের ডাম্পার ট্রাকের মধ্যে লুকায়িত অবস্থায় ইয়াবা ট্যাবলেট রাখা আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ডাম্পার ট্রাকের সামনের সীটের নিচে তল্লাশী করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।
র্যাব আরও জানায়,গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ২৩ ফেব্রুয়ারি একইদিন বিকাল সোয়া ৩টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজারের দক্ষিণ পার্শ্বে টেকনাফ-কক্সবাজার পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ৯ হাজার ২২০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করে র্যাব। আটকৃত রোহিঙ্গা হচ্ছে-উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ক্যাম্প-১১, ব্লক- এ-১৩ এর মৃত নুর ইসলাম ও মাতা-মৃত জুলেখার পুত্র গুরা মিয়া (২২)।
Posted ১২:১৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy