কক্সবাংলা রিপোর্ট(২০ জুন) :: কক্সবাজারে র্যাবের অভিযানে প্রাইভেটকার থেকে প্রায় ১১ কোটি টাকার ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র্যাব-৭।
বুধবার বিকেলে কক্সবাজার শহরতলীর লিংকরোডের উত্তর মহুরীপাড়ায় বিশেষ চেকপোস্ট বসিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও প্রাইভেটকার জব্দ করা হয় বলে জানান র্যাব-৭।
আটকৃতরা হলো, যশোরের অভয়নগরের মো. মাসুম সর্দার (৩৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোসলেম মণ্ডলের ছেলে মো. বাছিদ রানা (৩৮) তার স্ত্রী সুলতানা আক্তার রজনী (৩০), ঢাকার তুরাগের উত্তরা ১৫ নম্বর সেক্টরের মৃত চান মিয়ার ছেলে মো. আজিজুল হাকিম (৩৯) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ পশ্চিম কালিখাপুরের বাসিন্দা মো. সাহাব উদ্দিন (২৬)।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, মুহুরীপাড়ায় বসানো চেকপোস্টে তল্লাশি চালানোর সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ঢাকা- মেট্রো-গ-২২-৩৫৮০ নম্বরধারী প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা থামানোর সংকেত দেয়। কিন্তু প্রাইভেটকারটি র্যাবের চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।
পরে আটকদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্ত মতে প্রাইভেটকারটির ভেতরে লোকানো অবস্থায় ২১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১০ কোটি ৭০ লক্ষ টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারটির আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা।
এ ঘটনায় প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Chy