কক্সবাংলা রিপোর্ট(৫ জানুয়ারী) :: একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ নিয়েছেন।সোমবার নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এবার আলোচনায় উঠে আসছে সংসদে সংরক্ষিত আসনে কারা হচ্ছেন নারী সংসদ সদস্য? এবার ৫০টি আসনের বিপরীতে প্রত্যেক জেলার একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। আজ-কালের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা হবে।
জানা গেছে,কক্সবাজার থেকে অন্তত চার নারী নেত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আর তাই কক্সবাজার থেকে এবার একজন আওয়ামী লীগ নেত্রী সংসদ সদস্য হচ্ছেন এটা নিশ্চিত। তাছাড়া আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার গুডবুকে সবার উপরে তার নাম। আর সেই ভাগ্যবান নেত্রী হচ্ছেন কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর সহধর্মিনী ও জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী এবং মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক ।
এ ব্যাপারে কানিজ ফাতেমা মোস্তাক বলেন, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৩(সদর-রামু) আসনে আমাকে মনোনয়ন দেওয়া হলেও মাত্র ৭ হাজার টাকার ঋণখেলাপের অভিযোগে তার মনোনয়ন বাতিল হয়। অথচ খেলাপি ঋণের টাকা আমি পরিশোধ করেছিলাম। একাদশ সংসদ নির্বাচনে জরিপে ভালো অবস্থায় থেকেও এ আসনে দলীয় মনোনয়ন চেয়ে পায়নি। এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজপথের আন্দোলন-সংগ্রামে সামনে থেকেছি। আশা করি, দল এবার মূল্যায়ন করবে।’
Posted ১১:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy