সংবাদ বিজ্ঞপ্তি(১৮ জানুয়ারী) :: অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর” এ স্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশের সাথে একযোগে কক্সবাজারেও জেলা সঞ্চয় অফিসের আয়োজনে শুরু হয়েছে সঞ্চয় সপ্তাহ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম।১৮ থেকে ২৪ জানুয়ারী পর্যন্ত সঞ্চয় সপ্তাহ-২০২০ পালন উপলক্ষে ১৮ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা সঞ্চয় অফিসের উদ্যোগে র্যালী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রচারণামূলক বর্নাঢ্য র্যালীর মাধ্যমে সঞ্চয় সপ্তাহ-২০২০ উদ্বোধন করেন।
পরে র্যালী শেষে বাজারঘাটাস্থ নিজস্ব কার্যালয়ে জেলা সঞ্চয় অফিসার দিদারুল আলম সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, অটোমেশন পদ্ধতিতে সঞ্চয়পত্রে বিনিয়োগ করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপুর্ণ অবদান রাখা যায়। অটোমেশন পদ্ধতিতে দ্রুত সময়ের মধ্যে সঞ্চয়পত্র ইস্যু করা যায়। সঞ্চয়পত্রে বিনিয়োগ বর্তমানে সব থেকে নিরাপদ ও সবাধিক লাভজনক। তাই প্রত্যেকেরই সঞ্চয়ী হওয়া উচিত।
এসময় উপস্থিত ছিলেন হাটিকালচার সেন্টার,রামুর উপপরিচালক খোকন চন্দ্র ঘোষ,অগ্রণী ব্যাংক কক্সবাজার শাখার এসপিও রণজিত চাকমা,ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের সহকারী পরিচালক মো: সরওয়ার আলম,জেলা ট্রেজারীর প্রাক্তন হিসাবরক্ষণ কর্মকর্তা সুগত সেবক বড়ুয়া,কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোহাম্মদ উল্লাহ,জেলা জর্জ কোটের এডভোকেট রতন বড়ুয়া প্রমুখ।
সঞ্চয় সপ্তাহ-২০২০ উপলক্ষে জেলা সঞ্চয় অফিসার দিদারুল আলম জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে-বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও অফিস আদালতে গিয়ে সংশ্লিষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীগণ, চিকিতসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ।
তিনি আরও জানান,জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় ৫ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র যেখানে মুনাফার হার শতকরা ১১ দশমিক ৫২ ভাগ। এ সঞ্চয়পত্র ১৮ ও তদূর্দ্ধ যে কোনো বয়সের বাংলাদেশী মহিলা, শারীরিক প্রতিবন্ধী পুুরুষ ও মহিলা এবং ৬৫ ও তদূর্দ্ধ বয়সের যে কোনো বাংলাদেশী নাগরিক নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
এছাড়া ৫ বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র, যার মুনাফা শতকরা ১১ দশমিক ৭৬ ভাগ, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, যার মুনাফার হার ১১ দশমিক ২৮ ভাগ, ৩ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, যার মুনাফার হার শতকরা ১১ দশমিক শূন্য ৪ ভাগ পাবেন। তিনি সকলকে সঞ্চয়পত্রে বিনিয়োগ করার আহ্বান জানান।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy