কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে ঈদের ২য় দিনে সাগরে ডুবে,সড়ক দুর্ঘটনায় ও বজ্রপাতে এক রোহিঙ্গা,এক পর্যটক ও এক জেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।৪মে বুধবার পৃথক পৃথক ঘটনায় এ তিন জনের মৃত্যূ হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠনিা সংবাদে জানা যায়, ৪মে বুধবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে সাইফুল ইসলাম নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে ।এ সময় আরও এক বিপন্ন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়।
বুধবার বিকেল ৫টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে লাইফগার্ড ও বীচ কর্মীরা।নিহত রোহিঙ্গা হল,উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-২ এর ডি-ব্লকের হাবিব উল্লাহর ছেলে সাইফুল ইসলাম। আহত রোহিঙ্গা হল,একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে রায়হান।
জানা গেছে,৪মে বুধবার বিকেলে রোহিঙ্গা কিশোর সাইফুল সাগরে গোসল করার সময় ডুবে যেতে দেখে লাইফগার্ড ও বীচ কর্মীরা ঝাঁপিয়ে পড়ে।এক পর্যায়ে সাইফুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, রোহিঙ্গারা ক্যাম্প থেকে কক্সবাজার বেড়াতে এসেছিল।পরে সমুদ্রে গোসল করার সময় এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে।
আমাদের চকরিয়া প্রতিনিধি এম জিয়াবুল হক জানান,ঈদের ছুটিতে কক্সবাজার ভ্রমণের আসার পথে চকরিয়ায় বাস উল্টে শারমিন আক্তার (২৩) নামের এক নারী পর্যটক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও ১০ যাত্রী। বিষযটি নিশ্চিত করেছেন চিরিংঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, বুধবার (৪ মে) সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ২৩ বছর বয়সী শারমিন আক্তার। নিহত শারমিন কেরানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ রিয়াজের স্ত্রী।
পরিদর্শক জাহাঙ্গীর আলম আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণের বাসটি কক্সবাজার যাচ্ছিল। গাড়ীর সকল যাত্রী কক্সবাজার ভ্রমণে আসছিল। চকরিয়া কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে শারমিনের মৃত্যু হয়। এসময় আহত ১০ যাত্রীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।গাড়ীটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আমাদের কুতুবদিয়া প্রতিনিধি নজরুল ইসলাম জানান, কক্সবাজারের সাগর বেস্টিত দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বুধবার সকালে ঝড়ো হাওয়ার সাথে সংঘটিত বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম আতিক। বয়স ২৮ বছর। সে উপজেলার উত্তর ইউনিয়নের ছাদের ঘোনা গ্রামের ইউসুফের ছেলে।
স্থানীয় এমইউপি মোহাম্মদ ইলিয়াস ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শুরু হওয়া ধমকা হাওয়ার সময় আতিক মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে আকবর বলির ঘাটে যায়। ঘাটে নোঙর করা মাছ ধরার নৌকায় উঠতে গেলে বজ্রপাতে আক্রান্ত হয় সে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া যান।সকাল ৮টার দিকে তাকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেজাউল হাসান মৃত ঘোষণা করেন।
Posted ৩:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মে ২০২২
coxbangla.com | Chanchal Chy