কক্সবাংলা রিপোর্ট :: ককসবাজার স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক ও শহরের টেকপাড়া জামে মসজিদ রোড নিবাসী জমিরুল হক (৫২) গত ২৩ ডিসেম্ভর রাত সাড়ে ৮টায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছিলেন।
এক সপ্তাহের অধিক জীবনের যাথে যুদ্ধ করে শুক্রবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যূতে ককসবাজার স্বাস্থ্য বিভাগের সহকর্মী ও টেকপাড়া সমাজে শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার এশার নামাজের পর টেকপাড়া জামে মসজিদ মাঠে, মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে।
Posted ৫:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy