কক্সবাংলা রিপোর্ট(৩ আগস্ট) :: কক্সবাজার জেলায় কোরবাণী ঈদের একদিন পরই হঠাৎ বেড়েছে করোনা রোগী। সোমবার ২৪ ঘণ্টায় জেলায় মাত্র ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এর হার শতকরা হিসাবে প্রায় ৫০ শতাংশ।যা এ যাবৎ সবোচ্চ। আর নতুন ৪০ জন সহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৪৩১ জন। সুস্থ হয়েছে ২ হাজার ৭৩১ জন এবং মৃত্যূবরণ করেছে ৬ রোহিঙ্গা সহ ৬২ জন।
সোমবার কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে মাত্র ১২৪টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কক্সবাজারের ৪ উপজেলা সহ ৪৮টি নমুনার ফল আসে পজিটিভ।। বাকী ৭৬টি নমুনা নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে সদরের-২০জন,মহেশখালীর-১৬জন,উখিয়ার-২ জন এবং টেকনাফের ২জন। এছাড়া জেলার বাইরে বান্দরবানের ১৩টি নমুনার মধ্যে ৫ জনের এবং সাতকানিয়ার ৪টি নমুনার মধ্যে ১ জনের পজিটিভ আসে। এদিন ১৯জন রোহিঙ্গার করোনা টেস্ট হলে সবার রেজাল্ট নেগেটিভ আসে।
আর ১২২ তম দিনে জেলার করোনা রোগীর সংখ্যা দাড়াল মোট ৩ হাজার ৪৩১ জন।এছাড়া ৭৫ জন রোহিঙ্গাও করোনায় আক্রান্ত হয়েছে।
কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে,৩ আগস্ট পর্যন্ত কক্সবাজার জেলায় করোনার হটস্পট সদর উপজেলায় আক্রান্ত এবং মৃত্যূ সবচেয়ে বেশি। এখানে মোট আক্রান্ত‘র সংখ্যা ১হাজার ৬২৪ জন এবং সুস্থ হয়েছেন ১২৯৮ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে থাকা চকরিয়া উপজেলায় ৩৭১ জন এবং সুস্থ হয়েছেন ৩৫০ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে উখিয়া।এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪২৫ জন এবং সুস্থ হয়েছেন ২২৫ জন।
এর পরে রয়েছে টেকনাফে পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ২৯৭ জন এবং সুস্থ হয়েছেন ২৭০ জন,রামুতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৯৮ জন এবং সুস্থ হয়েছেন ২২০ জন,পেকুয়ায় পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪০ জন এবং সুস্থ হয়েছেন ১৩২ জন,মহেশখালীতে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ১৯০ জন এবং সুস্থ হয়েছেন ১৫৪ জন এবং কুতুবদিয়ায় এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৮২ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে,৩ আগস্ট পর্যন্ত জেলায় ২২ হাজার ৫২৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৩১ জন।এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৫৩৩ জন এবং হাসপাতালে ভতি রয়েছেন ১১৭ জন।এছাড়া আইসোলেশনে রয়েছেন ৬৩৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৩১ জন।
৩ আগস্ট পর্যন্ত কক্সবাজার জেলায় এ পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ৬ রোহিঙ্গা সহ ৬২ জনের প্রাণ।এর মধ্যে সদরে ৩৪ জন,চকরিয়ায় ৬জন,উখিয়ায়-৭ জন,টেকনাফে-৮ জন,মহেশখালীর-১জন,কুতুবদিয়ায়-২জন, রামুতে ৩ জন,পেকুয়ায় ১জন এবং রোহিঙ্গা ৬জন।
কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা.আবু তোহা জানিয়েছেন,এ পর্যন্ত ২২২৪ জন রোহিঙ্গার করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৫ জন রোহিঙ্গা করোনা পজিটিভ হয়েছেন এবং ২৫ জন সুস্থ হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬জন। আর রোহিঙ্গা আইসোলেশন ইউনিটে ৪৪ জন ভর্তি রয়েছেন।
Posted ১:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy