কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। করোনা পরিস্থিতি মোকাবিলা এবং সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন স্বয়ং জেলা স্বাস্থ্য বিভাগও।বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় জেলায় করোনায় নতুন করে ১২ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে ।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১ জন, মঙ্গলবার ছিল ৩৮জন, সোমবার ছিল ২৬জন। আর বৃহস্পতিবারের নতুন ১২ জন সহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ৬৫৪ জন। সুস্থ হয়েছে ৩ হাজার ৮২৪ জন এবং মৃত্যূবরণ করেছে ৮ রোহিঙ্গা সহ ৭৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০ জন।
বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে ৪৩০টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কক্সবাজারের ৪০৫টি নমুনা পরীক্ষার মধ্যে সদর উপজেলায় ৮ জন,রামুতে ০ জন,উখিয়ায় ১ জন,টেকনাফে ০ জন,চকরিয়ায় ১ জন,পেকুয়ায় ০ জন,মহেশখালীতে ০ জন,কুতুবদিয়ায় ০ জন এবং ০ জন রোহিঙ্গার ফল আসে পজিটিভ।এছাড়া জেলার বাইরে বান্দরবানের ২ জন,বাশঁখালীর ০ জন এবং সাতকানিয়ার ০ জনের পজিটিভ রিপোট আসে। বাকী ৪১৫টি নমুনা নেগেটিভ আসে। এদিন ২৪২ রোহিঙ্গার নমুনা পরীক্ষায় সবার করোনা নেগেটিভ আসে।
আর ১৭২ তম দিনে জেলার করোনা রোগীর সংখ্যা দাড়াল মোট ৪ হাজার ৬৫৪ জন। এছাড়া ২৪৪ জন রোহিঙ্গাও করোনায় আক্রান্ত হয়েছে।
কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে,২৪ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার জেলায় করোনার হটস্পট সদর উপজেলায় আক্রান্ত এবং মৃত্যূ সবচেয়ে বেশি। এখানে মোট আক্রান্ত‘র সংখ্যা ২,২৩১ জন এবং সুস্থ হয়েছেন ১৮৬০ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে থাকা উখিয়া উপজেলায় আক্রান্ত ৬৫২ জন এবং সুস্থ হয়েছেন ৪০০ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে চকরিয়া। এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৪৭ জন এবং সুস্থ হয়েছেন ৪১৭ জন।
এর পরেই রয়েছে টেকনাফ।এ পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ৪১৭ জন এবং সুস্থ হয়েছেন ৩২৭ জন, রামুতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪৯ জন এবং সুস্থ হয়েছেন ৩০০ জন,মহেশখালীতে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ২৯০ জন এবং সুস্থ হয়েছেন ২৬৯ জন,পেকুয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৭৭ জন এবং সুস্থ হয়েছেন ১৬৩ জন, এবং কুতুবদিয়ায় এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৯১ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে,২৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৪০ হাজার ৯৩৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৫৪ জন।এর মধ্যে কোয়ারাইনটাইনে রয়েছেন ৮৩২ জন এবং হাসপাতালে ভতি রয়েছেন ১৯৭ জন।এছাড়া আইসোলেশনে রয়েছেন ৭৫৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৮২৪ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০ জন।
আর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা কেড়ে নিয়েছে ৭৫ জনের প্রাণ।এর মধ্যে সদরে ৪১ জন,চকরিয়ায় ৭জন,উখিয়ায়-৯ জন,টেকনাফে-৯ জন, মহেশখালীর-১জন, কুতুবদিয়ায়- ২জন, রামুতে ৪ জন,পেকুয়ায় ২জন এবং রোহিঙ্গা ৮জন।
কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা.আবু তোহা জানিয়েছেন,এ পর্যন্ত ১০ হাজার ২০ জন রোহিঙ্গার করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৪৪ জন রোহিঙ্গা করোনা পজিটিভ হয়েছেন।এর মধ্যে ১৮৮ জন উখিয়ায় এবং বাকী ৫৬ জন টেকনাফে। এছাড়া ৯৬ জন সুস্থ হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮জন। আর রোহিঙ্গা আইসোলেশন ইউনিটে ১৩৮ জন ভর্তি রয়েছেন।
Posted ৩:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy