কক্সবাংলা রিপোট :: কক্সবাজার জেলায় করোনা নমুনা টেস্টের সংখ্যা ৫০ হাজার ছাড়াল৷ যা ২৫ লক্ষ জনসংখ্যায় ৫০ হাজারের বেশি৷ তাছাড়া বেড়েছে সুস্থতার হার৷ অন্যদিকে কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ সব মিলিয়ে কিছুটা স্বস্তি পর্যটন জেলায়।
৩০ অক্টোবর কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৪টি করোনা টেস্টের রিপোর্ট প্রকাশিত হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ৫ রোহিঙ্গাসহ ২৫ জন । বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ২৭ জন।আর গত ২রা এপ্রিল থেকে জেলায় ৫০ হাজার ২৭৯টি নমুনা পরীক্ষার মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০১ জন। করোনায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ জন এবং কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এক মহিলা। নিহত নারী কক্সবাজার ডিসি কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কহিউর আক্তার(৩৫)।
শুক্রবার নতুন করে করোনায় আক্রান্তের মধ্যে রয়েছে কক্সবাজার সদর উপজেলার-৪ জন,টেকনাফ উপজেলায়-০ জন,রামু উপজেলায়-১ জন, চকরিয়া উপজেলায়-৭ জন,মহেশখালী-১ জন,পেকুয়া উপজেলায়-৫ জন,উখিয়া উপজেলায়-২ জন,কুতুবদিয়া উপজেলায়-০ জন,বান্দরবান জেলায়-০ জন,বাশঁখালীতে ৪ জন,লোহাগাড়ায় ৪ জন,সাতকানিয়ায়-০ জন এবং রোহিঙ্গা-৫ জন।
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে আরও জানা যায়,শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে জেলার ৩০৪টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ছিলো ২৫ জনের। বাদবাকি ৩৩৮টি রিপোর্ট নেগেটিভ আসে। এই স্যাম্পলগুলো গতদুই দিনের সংগৃহীত। শুক্রবার সন্ধ্যায় এগুলোর রিপোর্ট প্রকাশ করা হয়।
সূত্র থেকে আরও জানা যায়,কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা সদরের ৪৩জন সহ ৮০ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১৮০ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এছাড়া শুক্রবার(২৪ ঘন্টায়) রোহিঙ্গা ক্যাম্পের ১৪৯টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা পরিটিভ ধরা পরে। এনিয়ে মোট ১৪ হাজার ২০৬টি নমুনা পরীক্ষার মধ্যে ৩৪৭ জন রোহিঙ্গার করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে উখিয়ায় ২৬২ জন এবং টেকনাফের ৭৭ জন।মৃত্যূ হয়েছে ৯ জনের এবং সুস্থ হয়েছে ২০৮ জন। আর ১১৪ জন বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
Posted ৩:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy