কক্সবাংলা রিপোর্ট(২৮ জুলাই) :: কক্সবাজার জেলায় করোনা নমুনা পরীক্ষা কমার সাথে সাথে কমেছে শনাক্তের সংখ্যাও। জেলায় ২ এপ্রিল থেকে ২৮ জুলাই পযন্ত ২৫ হাজারের অধিক মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।কিন্ত ৮ উপজেলার ২৫ লাখ জনসংখ্যা এবং ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর তুলনায় এ সংখ্যা অতি নগন্য। মূলত করোনা পরীক্ষায় সরকারের ২০০ ও ৫০০ টাকার ফী চালু এবং সাধারণ মানুষের করোনা নিয়ে অসচেতনার জন্যই এ অবস্থা বলে মনে করছেন স্বাস্থ সংশ্লিষ্ঠরা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৪৫ জনের করোনা পরীক্ষা করা হয় যার মধ্যে মাত্র ১৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর আগের দিন সোমবার এ সংখ্যা ছিল ২১, রবিবার ছিল ১২ জন,শনিবার ছিল ১৩জন শক্রবার ছিল ১৯ জন এবং বৃহস্পতিবার ছিল ২৩ জন। আর ২৪ ঘন্টার ব্যবধানে একলাফে করোনাক্রান্তের সংখ্যা কমল ৬ জন। আর নতুন ১৫ জন সহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৩৩৩ জন। সুস্থ হয়েছে ২ হাজার ৫৪০ জন এবং মৃত্যূবরণ করেছে ৬ রোহিঙ্গা সহ ৫৩ জন।
মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে মাত্র ২৪৫টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৫টি নমুনার ফল আসে পজিটিভ।। বাকী ২২৩টি নমুনা নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে সদরের-৮ জন,উখিয়ার-২জন,চকরিয়ার-১জন,টেকনাফের-১জন এবং রোহিঙ্গা-১জন। এছাড়া জেলার বাইরে বান্দরবানের ৫জন এবং বাশঁখালীর ১জন পজিটিভ রয়েছে। এদিন ৯৩জন রোহিঙ্গার করোনা টেস্ট হলে ১ জনের রেজাল্ট পজিটিভ আসে।
এনিয়ে জেলায় ১১৮ তম দিনে করোনা রোগীর সংখ্যা দাড়াল মোট ৩ হাজার ৩৩৩ জন।এছাড়া ৭২ জন রোহিঙ্গাও করোনায় আক্রান্ত হয়েছে।
কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে,২৮জুলাই পর্যন্ত কক্সবাজার জেলায় করোনার হটস্পট সদর উপজেলায় আক্রান্ত এবং মৃত্যূ সবচেয়ে বেশি। এখানে মোট আক্রান্ত‘র সংখ্যা ১হাজার ৫৩২ জন এবং সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে থাকা চকরিয়া উপজেলায় ৩৬১ জন এবং সুস্থ হয়েছেন ৩৬৫ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে উখিয়া।এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪০৫ জন এবং সুস্থ হয়েছেন ২৫৫ জন।
এর পরে রয়েছে টেকনাফে পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ২৮৮ জন এবং সুস্থ হয়েছেন ২৬৫ জন,রামুতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৭০ জন এবং সুস্থ হয়েছেন ২০৫ জন,পেকুয়ায় পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৩৯ জন এবং সুস্থ হয়েছেন ১৫৫ জন,মহেশখালীতে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ১৬৩ জন এবং সুস্থ হয়েছেন ১৮৫ জন এবং কুতুবদিয়ায় এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৭ জন এবং সুস্থ হয়েছেন ৮০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে,২৮ জুলাই পর্যন্ত জেলায় ২১ হাজার ৪৪০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৩৩ জন।এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬৩০ জন এবং হাসপাতালে ভতি রয়েছেন ৯০ জন।এছাড়া আইসোলেশনে রয়েছেন ৬৫৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৫০ জন।
২৮ জুলাই পর্যন্ত কক্সবাজার জেলায় এ পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ৬ রোহিঙ্গা সহ ৫৯ জনের প্রাণ।এর মধ্যে সদরে ২৬ জন,চকরিয়ায় ৬জন,উখিয়ায়-৭ জন,টেকনাফে-৬ জন,মহেশখালীর-১জন,কুতুবদিয়ায়-২জন, রামুতে ২ জন,পেকুয়ায় ১জন এবং রোহিঙ্গা ৬জন।
কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা.আবু তোহা জানিয়েছেন,এ পর্যন্ত ১৯০২ জন রোহিঙ্গার করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭২ জন রোহিঙ্গা করোনা পজিটিভ হয়েছেন এবং ২৫ জন সুস্থ হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬জন। আর রোহিঙ্গা আইসোলেশন ইউনিটে ৩৯ জন ভর্তি রয়েছেন।
Posted ৩:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy