কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। করোনা পরিস্থিতি মোকাবিলা এবং সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন স্বয়ং জেলা স্বাস্থ্য বিভাগও।রবিবার ২৪ ঘণ্টায় জেলায় করোনায় নতুন করে ২ রোহিঙ্গা সহ আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে ।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়,শনিবার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৭জন। আর রবিবার নতুন ১২ জন সহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ৫৫১ জন। সুস্থ হয়েছে ৩ হাজার ৭৬০ জন এবং মৃত্যূবরণ করেছে ৮ রোহিঙ্গা সহ ৭৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯ জন।
রবিবার কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে ৬৫৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কক্সবাজারের ৫৬৯টি নমুনা পরীক্ষার মধ্যে সদর উপজেলায় ১০টি নমুনার ফল আসে পজিটিভ। বাকী ৬৩৮টি নমুনা নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে সদরের-১০ জন এবং রোহিঙ্গা-২ জন। এদিন ২৪৭ রোহিঙ্গার নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়।
আর ১৬৮ তম দিনে জেলার করোনা রোগীর সংখ্যা দাড়াল মোট ৪ হাজার ৫৫১ জন। এছাড়া ২১৪ জন রোহিঙ্গাও করোনায় আক্রান্ত হয়েছে।
কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে,২০ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার জেলায় করোনার হটস্পট সদর উপজেলায় আক্রান্ত এবং মৃত্যূ সবচেয়ে বেশি। এখানে মোট আক্রান্ত‘র সংখ্যা ২,১৮৯ জন এবং সুস্থ হয়েছেন ১৮২১ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে থাকা উখিয়া উপজেলায় আক্রান্ত ৬২৪ জন এবং সুস্থ হয়েছেন ৪০০ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে চকরিয়া। এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৪৩ জন এবং সুস্থ হয়েছেন ৪১০ জন।
এর পরে রয়েছে টেকনাফে।এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৪০৩ জন এবং সুস্থ হয়েছেন ৩২৫ জন, রামুতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪৩ জন এবং সুস্থ হয়েছেন ২৯৫ জন,পেকুয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৭৪ জন এবং সুস্থ হয়েছেন ১৬১ জন,মহেশখালীতে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ২৮৪ জন এবং সুস্থ হয়েছেন ২৬০ জন এবং কুতুবদিয়ায় এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৯১ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে,২০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৩৮ হাজার ৭০৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৫১ জন।এর মধ্যে কোয়ারাইনটাইনে রয়েছেন ৮৩২ জন এবং হাসপাতালে ভতি রয়েছেন ১৬১ জন।এছাড়া আইসোলেশনে রয়েছেন ৭১৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৬০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯ জন।
আর ২০ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা কেড়ে নিয়েছে ৭৫ জনের প্রাণ।এর মধ্যে সদরে ৪১ জন,চকরিয়ায় ৭জন,উখিয়ায়-৯ জন,টেকনাফে-৯ জন, মহেশখালীর-১জন, কুতুবদিয়ায়- ২জন, রামুতে ৪ জন,পেকুয়ায় ২জন এবং রোহিঙ্গা ৭জন।
কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা.আবু তোহা জানিয়েছেন,এ পর্যন্ত ৮৯১৬ জন রোহিঙ্গার করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২১৪ জন রোহিঙ্গা করোনা পজিটিভ হয়েছেন।এর মধ্যে ১৭০ জন উখিয়ায় এবং বাকী ৪৪ জন টেকনাফে। এছাড়া ৮৮ জন সুস্থ হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮জন। আর রোহিঙ্গা আইসোলেশন ইউনিটে ১১৪ জন ভর্তি রয়েছেন।
Posted ২:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy