কক্সবাংলা রিপোর্ট(২৬ আগস্ট) :: কক্সবাজারের সদর উপজেলায় প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। করোনা পরিস্থিতি মোকাবিলা এবং সংক্রমণের ঊর্ধ্বগতি দেখে উদ্বিগ্ন খোদ জেলা স্বাস্থ্য বিভাগ।বুধবার ২৪ ঘণ্টায় জেলায় করোনায় নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। মঙ্গলবার জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ১৯ জন সোমবার ছিল ২০জন, রবিবার ছিল ১১জন, শনিবার ছিল ২৩ জন,শুক্রবার ছিল ২৭ জন।
আর নতুন ৩১ জন সহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৯৫৬ জন। সুস্থ হয়েছে ৩ হাজার ২৮৭ জন এবং মৃত্যূবরণ করেছে ৬ রোহিঙ্গা সহ ৬৮ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২ জন।
বুধবার কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে ৩৭০টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কক্সবাজারের ২৪৮ টি নমুনা পরীক্ষার মধ্যে ৭ উপজেলায় ৩১টি নমুনার ফল আসে পজিটিভ। বাকী ৩৩৫টি নমুনা নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে সদরের-১৫ জন,চকরিয়ার-১ জন,রামুর-২ জন,উখিয়ার-১ জন,টেকনাফের-৬ জন,কুতুবদিয়ার-১ জন,মহেশখালরি-৪ জন এবং রোহিঙ্গা-১ জন। এছাড়া জেলার বাইরে বাশখাঁলীর-২ জন পজিটিভ ছিল। এদিন রোহিঙ্গা ক্যাম্পের ১১২টি নমুনায় পরীক্ষায় ১ জনের পজেটিভ শনাক্ত হয়।
আর ১৪৫ তম দিনে জেলার করোনা রোগীর সংখ্যা দাড়াল মোট ৩ হাজার ৯৫৬ জন।এছাড়া ৯৭ জন রোহিঙ্গাও করোনায় আক্রান্ত হয়েছে।
কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে,২৪ আগস্ট পর্যন্ত কক্সবাজার জেলায় করোনার হটস্পট সদর উপজেলায় আক্রান্ত এবং মৃত্যূ সবচেয়ে বেশি। এখানে মোট আক্রান্ত‘র সংখ্যা ১হাজার ৯১০ জন এবং সুস্থ হয়েছেন ১৫৫৮ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে থাকা চকরিয়া উপজেলায় ৪০৫ জন এবং সুস্থ হয়েছেন ৩৮০ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে উখিয়া। এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৮৮ জন এবং সুস্থ হয়েছেন ৩৫৪ জন।
এর পরে রয়েছে টেকনাফে পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৩৬ জন এবং সুস্থ হয়েছেন ২৯৫ জন, রামুতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১৪ জন এবং সুস্থ হয়েছেন ২৬০ জন,পেকুয়ায় পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬৩ জন এবং সুস্থ হয়েছেন ১৫০ জন,মহেশখালীতে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ২৫০ জন এবং সুস্থ হয়েছেন ২০৪ জন এবং কুতুবদিয়ায় এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৯০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে,২৬ আগস্ট পর্যন্ত জেলায় ২৮ হাজার ৬৪৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৫৬ জন।এর মধ্যে কোয়ারাইনটাইনে রয়েছেন ৮৩২ জন এবং হাসপাতালে ভতি রয়েছেন ১০৭ জন।এছাড়া আইসোলেশনে রয়েছেন ৬০০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২৮৭ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২ জন।
২৬ আগস্ট পর্যন্ত কক্সবাজার জেলায় এ পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ৬ রোহিঙ্গা সহ ৬৯ জনের প্রাণ।এর মধ্যে সদরে ৩৮ জন,চকরিয়ায় ৬জন,উখিয়ায়-৮ জন,টেকনাফে-৯ জন,মহেশখালীর-১জন,কুতুবদিয়ায়-২জন, রামুতে ৪ জন,পেকুয়ায় ১জন এবং রোহিঙ্গা ৬জন।
কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা.আবু তোহা জানিয়েছেন,এ পর্যন্ত ৪৩৫০ জন রোহিঙ্গার করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৬ জন রোহিঙ্গা করোনা পজিটিভ হয়েছেন।এর মধ্যে ৮১ জন উখিয়ায় এবং বাকী ১৫ জন টেকনাফে। এছাড়া ৫৮ জন সুস্থ হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬জন। আর রোহিঙ্গা আইসোলেশন ইউনিটে ৩০ জন ভর্তি রয়েছেন।
Posted ৩:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy