মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে ৩৮৩টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কক্সবাজারের ৩৫৩টি নমুনা পরীক্ষার মধ্যে ৭ উপজেলায় ২৫টি নমুনার ফল আসে পজিটিভ। বাকী ২৪৭টি নমুনা নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে সদরের-১২জন,উখিয়ার-২ জন,রামুর-৩ জন,টেকনাফের ১জন,চকরিয়ার-৩ জন,মহেশখালীর-২ জন এবং কুতুবদিয়ার-১ জন এবং রোহিঙ্গা-১ জন। এছাড়া জেলার বাইরে বান্দরবানের ৯ জন এবং বাশঁখালীর-২ জন পজিটিভ। এদিন ১৩৫টি রোহিঙ্গা নমুনা পরীক্ষায় মাত্র ১ জনের পজিটিভ শনাক্ত হয়।
আর ১৩০ তম দিনে জেলার করোনা রোগীর সংখ্যা দাড়াল মোট ৩ হাজার ৬৪১ জন।এছাড়া ৮০ জন রোহিঙ্গাও করোনায় আক্রান্ত হয়েছে।
কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে,১১ আগস্ট পর্যন্ত কক্সবাজার জেলায় করোনার হটস্পট সদর উপজেলায় আক্রান্ত এবং মৃত্যূ সবচেয়ে বেশি। এখানে মোট আক্রান্ত‘র সংখ্যা ১হাজার ৭৪৩ জন এবং সুস্থ হয়েছেন ১৩৯৯ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে থাকা চকরিয়া উপজেলায় ৩৯০ জন এবং সুস্থ হয়েছেন ৩৬৮ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে উখিয়া।এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৫০ জন এবং সুস্থ হয়েছেন ২২৮ জন।
এর পরে রয়েছে টেকনাফে পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০৪ জন এবং সুস্থ হয়েছেন ২৭৬ জন, রামুতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩০৩ জন এবং সুস্থ হয়েছেন ২৩৫ জন,পেকুয়ায় পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫৬ জন এবং সুস্থ হয়েছেন ১৩৫ জন,মহেশখালীতে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ২০৬ জন এবং সুস্থ হয়েছেন ১৬৪ জন এবং কুতুবদিয়ায় এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৩ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে,১১ আগস্ট পর্যন্ত জেলায় ২৪ হাজার ৪৪১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৪১ জন।এর মধ্যে কোয়ারাইনটাইনে রয়েছেন ৮৩২ জন এবং হাসপাতালে ভতি রয়েছেন ১৩৪ জন।এছাড়া আইসোলেশনে রয়েছেন ৬৯৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৮১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫ জন।
১১ আগস্ট পর্যন্ত কক্সবাজার জেলায় এ পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ৬ রোহিঙ্গা সহ ৬৫ জনের প্রাণ।এর মধ্যে সদরে ৩৭ জন,চকরিয়ায় ৬জন,উখিয়ায়-৭ জন,টেকনাফে-৮ জন,মহেশখালীর-১জন,কুতুবদিয়ায়-২জন, রামুতে ৩ জন,পেকুয়ায় ১জন এবং রোহিঙ্গা ৬জন।
কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা.আবু তোহা জানিয়েছেন,এ পর্যন্ত ৩০০০ জন রোহিঙ্গার করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮০ জন রোহিঙ্গা করোনা পজিটিভ হয়েছেন।এর মধ্যে ৬৯ জন উখিয়ায় এবং বাকী ১০ জন টেকনাফে। এছাড়া ৪৩ জন সুস্থ হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬জন। আর রোহিঙ্গা আইসোলেশন ইউনিটে ২৯ জন ভর্তি রয়েছেন।