কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে জেলার ২৯ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ কামাল স্টেডিয়ামের জনসভা মাঠে এসে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৫২ মিনিটে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভা মাঠে উপস্থিত হয়ে প্রথমেই ৩৩ প্রকল্প উদ্বোধন করেন।
প্রকল্পগুলো হলো-
কলাতলী সড়কে কক্সবাজার গণপূর্ত উদ্যান, বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠ (গোলচত্বর মাঠ),
কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন,
পেকুয়া উপজেলা ভূমি অফিস ভবন,
কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ভবন,
জোয়ারিয়ানালায় শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবন,
আবদুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবন,
মরিছ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবন,
কক্সবাজার শহরতলীর লিঙ্ক রোড-লাবণী মোড় সড়ক চার প্রকল্পের ওইসব তালিকা চূড়ান্ত লেনে উন্নীতকরণ;
রামু- ফতেখাঁরকুল-মরিচ্যা জাতীয় মহাসড়ক যথাযথ মান প্রশস্ততায় উন্নীতকরণ;
টেকনাফ- শাহপরীর দ্বীপ জেলা মহাসড়কের হাড়িয়াখালী থেকে শাহপরীর দ্বীপ অংশ পুনর্নির্মাণ,
প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ; বাঁকখালী নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন,
সেচ ও ড্রেজিং প্রকল্প (প্রথম পর্যায়),
শাহ- পরীর দ্বীপে সি ডাইক অংশে বাঁধ পুনর্নির্মাণ,
প্রতিরক্ষা কাজ ও ক্ষতিগ্রস্ত পোল্ডারের পুনর্বাসন প্রকল্প,
রামু কলঘর বাজার- রাজারকুল ইউনিয়ন পরিষদ মরিছ্যা সড়কে বাঁকখালী নদীর ওপর ৩৯৯ মিটার দীর্ঘ রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরী সেতু।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে সকাল ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে পৌঁছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে তিনি বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ উদ্বোধন করেন। এ আয়োজনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ২৮ দেশের নৌবাহিনীর সদস্যরা।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে বিরাজ করছে উৎসবের আমেজ। আওয়ামী লীগের জনসভা এবং শেখ হাসিনার আগমন ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুনে বর্ণিল সাজে সেজেছে গোটা শহর। বরাবরের মতো নৌকা প্রতিকৃতির মঞ্চ নির্মাণ করা হয় জনসভা মাঠে।
Posted ৯:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২
coxbangla.com | Chanchal Chy