কক্সবাংলা রিপোর্ট :: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে কক্সবাজার এলজিইডি।
রবিবার (০৭ মার্চ) এ উপলক্ষে সকালে প্রধান প্রকৌশলী মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে এলজিইডিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। এরপর আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় আলোচকগণ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম।
পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেই ভাষণ ছিল এক মহামন্ত্র। একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার অনন্য উদাহরণ।
অনুষ্ঠানে এলজিইডি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
Posted ৭:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১
coxbangla.com | Chanchal Chy