বার্তা পরিবেশক(২০ নভেম্বর) :: জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর কক্সবাজার জেলা শাখা প্রথমবারের মতো বিজয়েয় শিশু উৎসব উদযাপন করতে যাচ্ছে। এই উপলক্ষে আদিল চৌধুরী আদিলকে চেয়ারম্যান ও বিশ্বজিত পাল বিশুকে মহাসচিব করে বিজয়ের শিশু উৎসব উদযাপন পরিষদ ২০১৭ কমিটি গঠিত হয়েছে। জেলা খেলাঘর আসরের কার্যকরী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় আগামি ডিসেম্বর মাসের শেষে দিকে ৩ দিনব্যাপী বিজয়ের শিশু উৎসব উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
জেলা খেলাঘর আসরের সভাপতি আবুল কাশেম বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক করিম উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আবদুল মতিন আজাদ, বিশ্বজিত পাল বিশু, সুবিমল পাল পান্না, মৃনাল বডুয়া, এম. জসিম উদ্দিন. দীপক শর্মা দীপু, ওয়াহিদ মুরাদ সুমন, ধ্রুব সেন, নিরুপমা বড়–য়া বেবি, রাসেল করিম রাসেল, আমজাদ হোসেন।
Posted ১২:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy