বার্তা পরিবেশক :: পর্যটন শহর কক্সবাজারে আধুনিক নগরায়নের ফলে বিভিন্নভাবে সবুজ নির্মল পরিবেশ ধ্বংস হচ্ছে, ডেকে আনছে মারাত্মকভাবে পরিবেশের বিপর্যয়।
এই মহা বিপর্যয় থেকে রক্ষার পাশাপাশি একটি বসবাসযোগ্য পরিবেশ বান্ধব শহর গড়ে তুলতে ছাদ বাগান বা বারান্দা বাগানের কোন বিকল্প নেই।
এ লক্ষ্যে ‘সবুজের মাঝে বাচাঁর তরে’ এই শ্লোগানকে সামনে রেখে জেলাব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে কক্সবাজার গার্ডেনারস।
অনলাইন ভিত্তিক এই সংগঠনটির প্রতিষ্ঠাতা এডমিন মোবাশ্বেরুল ইসলাম সোহাইল,এডমিন মঞ্জুরা আক্তার ও এডমিন দিলরুবা পারভিনের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠা কক্সবাজার গার্ডেনারস তাদের প্রথম মিলন মেলার আয়োজন করে।
এ উপলক্ষে ৬ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠাতা এডমিন মোবাশ্বেরুল ইসলাম সভাপতিত্বে প্রথম মিলন মেলায় অতিথি ছিলেন,কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন,শিক্ষক মানিক,সাংবাদিক মো: জুনাইদ সহ সংগঠনের অর্ধ শতাধিক সদস্য।
কক্সবাজার গার্ডেনারস প্রথম মিলন মেলার অনুষ্ঠান শেষে প্রত্যেক সদস্যের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
Posted ১০:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy