কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে।
এতে শিশুসহ দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এর মধ্যে নিহত ২ জনের পরিচয় পাওয়া গেছে।এরা হলেন, দুই বছরের শিশুকন্যা আয়েশা ও উত্তর গোমদন্ডী ২নং ওয়ার্ড বাংলা পাড়ার মুহাম্মদ আবুল মনসুরের একমাত্র ছেলে সিএনজি চালক মুহাম্মদ তুষার।
এতে কমপক্ষে তিনজন গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে গিয়েছিল।
জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে এসেছে ৭টা ৪৫ মিনিটের দিকে।
ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে ব্রিজ পার হয়ে আসার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে যায় একটি অটোরিকশা।
দ্রুত গতিতে আসা ওই ট্রেনের সাথে তখন সংঘর্ষ হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ট্রেনের সঙ্গে কয়েকটি সিএনজি অটোরিকশাসহ বেশ কয়েকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে এক শিশুসহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে তুষার নামে এক অটোরিকশা চালক রয়েছে। তার বাড়ি বোয়ালখালী উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম।
রাতে দুর্ঘটনার খবর পেয়ে স্টেশন থেকে এম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। হতাহতদের উদ্ধার কাজ চলমান রয়েছে।
Posted ২:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ জুন ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta