কক্সবাংলা রিপোর্ট(২৯ ডিসেম্বর) :: কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনে প্রচারণা থমকে গেছে আগেই। এরপর চূড়ান্ত ক্ষণের অপেক্ষাও ফুরিয়েছে। এবার সেই মাহেন্দ্রক্ষণ, জাতীয় নির্বাচনের ভোটযুদ্ধ। এই ‘যুদ্ধের ময়দানে’ আছেন ২৮ প্রার্থী। এসব প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে অধীর আগ্রহে তাকিয়ে আছেন এ বিভাগের ১৩ লাখ ৬৫ হাজারেরও বেশি ভোটারের দিকে।
কক্সবাজারে ৪টি সংসদীয় আসনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) , কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া), কক্সবাজার-৩ (সদর-রামু) ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) ১২টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। এ ছাড়া স্বতন্ত্র (নির্দলীয়) প্রার্থী হিসেবে ৩ জন অংশগ্রহণ করছেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ব্যালট পেপারে যাঁদের নাম ও প্রতীক থাকবে তাঁরা হলেন : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাফর আলম (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত হাসিনা আহমেদ (ধানের শীষ), জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত মোহাম্মদ ইলিয়াছ (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টি মনোনীত আবু মো: বশিরুল আলম (হাতুড়ি), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ আলী আছগর (হাতপাখা), স্বতন্ত্র (নির্দলীয়) প্রার্থী বদিউল আলম (সিংহ), এবং স্বতন্ত্র (নির্দলীয়) প্রার্থী তানিয়া আফরিন (মোটর কার) ।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ব্যালট পেপারে যাঁদের নাম ও প্রতীক থাকবে তাঁরা হলেন – বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আশেক উল্লাহ্ রফিক (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ মোহিবুল্লাহ্ (লাঙ্গল), স্বতন্ত্র (নির্দলীয়) প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদ (আপেল), গণফ্রন্ট মনোনীত আনছারুল করিম (মাছ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মোহাম্মদ জিয়াউর রহমান (চেয়ার), বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মোঃ শহীদুল্লাহ (হারিকেন), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত জসিম উদ্দিন (হাতপাখা), বিকল্পধারা বাংলাদেশ মনোনীত শাহেদ সরওয়ার (কুলা), এবং বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত আব্ ুইউসুফ মুহাম্মদ মনজুর আহমেদ (মোমবাতি)।
কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু) আসনে ব্যালট পেপারে যাঁদের নাম ও প্রতীক থাকবে তাঁরা হলেন – বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাইমুম সরওয়ার কমল (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত লুৎফুর রহমান (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মফিজুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত মোঃ হাছন (টেলিভিশন),এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ আমিন (হাতপাখা)।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ব্যালট পেপারে যাঁদের নাম ও প্রতীক থাকবে তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত শাহীন আক্তার (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত শাহজাহান চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত আবুল মঞ্জুর (লাঙ্গল), ইসলামি ঐক্যজোট মনোনীত রবিউল হোছাইন (মিনার), বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত সাইফুদ্দিন খালেদ (হারিকেন), এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ শোয়াইব (হাতপাখা)।
নির্বাচন কমিশন কার্যালয় তথ্যানুসারে,কক্সবাজার জেলার ৪টি পৌরসভা ও ৭১টি ইউনিয়নে এবার ভোটকেন্দ্র ৫১৩টি। মোট ভোটার ১৩ লাখ ৬৫ হাজার ২০৪ জন। এর মধ্যে ৭ লাখ ৭ হাজার ৮৩১ জন পুরুষ এবং ৬ লাখ ৫৭ হাজার ৩৭৩ জন নারী। ভোট কক্ষের সংখ্যা ২ হাজার ৭৩৮টি।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কক্সবাজারের ৪টি আসনই নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এ জন্য জেলায় ৩০ প্লাটুন সেনাবাহিনী, ৬ প্লাটুন নৌবাহিনী, ৪৮ প্লাটুন বিজিবি, ১০টি স্ট্রাইকিং ফোর্স পুলিশ ও ২ কোম্পানি র্যাব। তবে র্যাব এর এই ২ কোম্পানি কক্সবাজার জেলা ছাড়াও চট্টগ্রামের দুইটি আসনের দায়িত্বে থাকবেন। আনাসার ও গ্রাম পুলিশ শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন প্রত্যেক ভোট কেন্দ্রে।
কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) : চকরিয়া উপজেলার একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন এবং পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়ন নিয়েই কক্সবাজার-১ আসনটি গঠিত।
এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৬৮১ জন। ভোটকেন্দ্র সংখ্যা ১৩৯টি।
চকরিয়া উপজেলায় ১৮টি ইউনিয়নের ৯৯টি ভোট কেন্দ্রের বিপরীতে এক লাখ ৪৮ হাজার ৮০৫ জন পুরুষ ও এক লাখ ৩৫ হাজার ৬০৬ জন নারী মিলিয়ে ভোটার রয়েছে দুই লাখ ৮৪ হাজার ৪১১ জন।
পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নে ৪০ ভোট কেন্দ্রের বিপরীতে ৫৫ হাজার ৬২০ জন পুরুষ ও ৫০ হাজার ৬৫০ নারীসহ ভোটার সংখ্যা এক লাখ ৬ হাজার ২৭০ জন।
কক্সবাজার-২(কুতুবদিয়া-মহেশখালী) : কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়ন এবং মহেশখালী উপজেলার একটি পৌরসভার ৮টি ইউনিয়ন নিয়েই কক্সবাজার-২ আসনটি গঠিত।
এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৮১ জন। ভোটকেন্দ্র সংখ্যা ১০৫টি।
কুতুবদিয়া উপজেলায় ৬ ইউনিয়নের ৩৭টি ভোট কেন্দ্রের বিপরীতে ৪৪ হাজার ২৩ জন পুরুষ ও ৪০হাজার ৪৪২ জন নারী মিলিয়ে ভোটার রয়েছে দুই লাখ ৮৪ হাজার ৪৬৫ জন।
মহেশখালী উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৬৮ ভোট কেন্দ্রের বিপরীতে ১ লাখ ৯ হাজার ৯৪৯ জন পুরুষ ও ১ লাখ ১ হাজার ৬৬৭ নারীসহ ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৬১৬ জন।
কক্সবাজার-৩(সদর-রামু) : কক্সবাজার সদর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন এবং রামু উপজেলার ১১টি ইউনিয়ন নিয়েই কক্সবাজার-৩ আসনটি গঠিত।
এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৩৬ জন। ভোটকেন্দ্র সংখ্যা ১৬৮টি।
সদর উপজেলায় ১০৮টি ভোট কেন্দ্রের বিপরীতে এক লাখ ৩৫ হাজার ১৪ জন পুরুষ ও এক লাখ ২১ হাজার ৪ জন নারী মিলিয়ে ভোটার রয়েছে দুই লাখ ৫৬ হাজার ১৮ জন।
রামু উপজেলার ১১টি ইউনিয়নে ৬১ ভোট কেন্দ্রের বিপরীতে ৮১ হাজার ৪১০ জন পুরুষ ও ৭৬ হাজার ৬০৮ নারীসহ ভোটার সংখ্যা এক লাখ ৫৮ হাজার ১৮ জন।
কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) : উখিয়া উপজেলার ৫টি ইউনিয়ন এবং টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়ন নিয়েই কক্সবাজার-৪ আসনটি গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৪০৬ জন। ভোটকেন্দ্র সংখ্যা ১০০টি।
উখিয়া উপজেলায় ৪৫টি ভোট কেন্দ্রের বিপরীতে ৬০ হাজার ৪৮৮জন পুরুষ ও ৫৮ হাজার ২৯৭ জন নারী মিলিয়ে ভোটার রয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৮৫ জন।
টেকনাফ উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ৫৫ ভোট কেন্দ্রের বিপরীতে ৭২ হাজার ৫২২জন পুরুষ ও ৭৩ হাজার ৯৯ নারীসহ ভোটার সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬২১ জন।
Posted ১:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy