কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের মহেশখালী,উখিয়া উপজেলায় ২৪ ঘণ্টায় দুই শিশু,দুই কিশোর সহ ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।এর মধ্যে ৫ জনই মহেশখালীর। এছাড়া আহত হয়েছে আরও ১৫ জন। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে। এদিন সড়ক দুর্ঘটনা,সংঘর্ষ ও বিষ খেয়ে আরও ১১ জন গুরুতর আহত হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন ও স্থানীয় সূত্র জানায়,২২ জানুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুনে গ্যাস ভরতে গিয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ওই ইউনিয়নের মিয়াজী পাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরের পুত্র আহসান (১২), বলির পাড়া গ্রামের আজিজুল হকের পুত্র এরশাদ (১০) ও বেলুন বিক্রেতা হারবাং চকরিয়া এলাকার জসিম (৩৫) ।
আহতরা হলেন- মাতারবাড়ী বলির পাড়া রাজঘাটের কাইছারুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম আব্দুল্লাহ (১২) ,কালারমারছড়া ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে মারুফ (১২), মাতারবাড়ী সিকদার পাড়া ফরিদুল আলম সাদেকুল ইসলাম রাহাত (১৩), একই এলাকার মগডেইলে আব্দুল মন্নান মোঃ নুরী (১৩), একই এলাকার সিকদার পাড়া আব্দুল মোনাফ তুহিন (১৪) একই এলাকার পশ্চিম সিকদার পাড়া বদনের পুত্র জয়নাল (১২), একই এলাকার সিকদার পাড়ার জসিমের পুত্র শেকাব উদ্দীন (১৫) শাপলাপুর ষাইটমারার নুরুল হকের পুত্র আক্কাস (১৮) শাপলাপুর জেএমঘাটের কবির আহমদের পুত্র নুরী (১৫)।
স্থানীয়রা জানায় উপজেলার মাতারবাড়ী আজিজুল উলুম মাদ্রাসায় চলছে ২দিন ব্যাপী বার্ষিক সভা। শুক্রবার ছিল শেষ দিন। সভায় মালামাল বিক্রির জন্য স্থান করে দেয়া হয়েছে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়েন মাঠে। এতে দূরদূরান্ত থেকে আসা বেলুন বিক্রেতারা সকালে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং চিকিৎসাধীম অবস্থায় আরো ২ জন মারা যায়। এই ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়েছে।
আহতদেরকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনেক শিশু যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা৷
মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনা হতাহতের উদ্ধার ও ঘটনার বিস্তারিত জানার কাজ চলছে৷ মহেশখালী থানার ওসি আব্দুল হাই ঘটনাস্থলে পরির্দশন করে বলেন,এমন ঘটনায় আমি নিজে মর্মাহত।
আমাদের বাইশারী প্রতিনিধি জানান,একই দিন উখিয়া উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বিজিবি’র সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক অজ্ঞাতনামা ইয়াবা কারবারি নিহত হয়েছে।বিজিবি এসময় ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরী দু’নলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।২১ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ৩৬/২ নং পিলারের সন্নিকটে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
আমাদের মহেশখালী প্রতিনিধি জানান,এছাড়া ২১ই জানুয়ারী রাত ৯টায় কক্সবাজারের মহেশখালীতে পৃথক ঘটনায় আরও ২ যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ছোট মহেশখালী ও হোয়ানক ইউনিয়নে।জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মাইজপাড়ায় ওয়াজ মাহফিলের বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে আনোয়ার হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। সে ওই এলাকার নুরুজ্জামানের পুত্র। একই দিন সন্ধ্যায় উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইম বাজারের কাঠ ব্যবসায়ী ভুতা মিয়া সওদাগরের বাড়িতে গাছ কাটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে আবুল কাশেম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়।সে হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামের আব্দু রাজ্জাকের ছেলে ।এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আমাদের কুতুবদিয়া প্রতিনিধি জানান, কক্সবাজারের কুতুবদিয়ায় মা বকা দেয়ায় কীটনাশক পান করে আত্মহননের চেষ্টা করেছে এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী গ্রামে। তাকে বিকাল আড়াইটার দিকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দ্রুত তার পাকস্থলী ওয়াশ করা হয়।পরে রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক খোন্দকার নোমান শাইরী। খবর নিয়ে জানা যায়, শুক্রবার (২২ জানুয়ারি) জুমার নামাজের পরে একটি তুচ্ছ বিষয় নিয়ে মায়ের সাথে তর্ক করে সুনিয়া (১৪)। রাগের বশে মা সুনিয়াকে বকা দিলে সুনিয়া বাড়িতে রাখা ক্ষেতের পোকাদমনের কীটনাশক পান করে আত্মহননের করার চেষ্টা করে।সুনিয়া অমজাখালী গ্রামের ফয়েজ আহমদের মেয়ে এবং কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
আমাদের ঈদগাঁও প্রতিনিধি জানান,একইদিন কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁওতে প্রাইভেট কারের ধাক্কায় টমটম চালক সহ তিন জন আহত হয়েছে।২২ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চান্দের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারমুখী প্রাইভেট কার বর্নিত এলাকায় পৌঁছূলে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় শিকার হয়ে গাড়ীটি খাদে পড়ে যায়।
আমাদের রামু প্রতিনিধি জানান,কক্সবাজারের রামুতে ৩জন জনপ্রতিনিধির উপস্থিতিতে শালিস চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে জনপ্রতিনিধি সহ ৭ জন আহত হয়েছেন।শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর একটায় রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় আহতরা হলেন-ওই এলাকার ইসমাইলের ছেলে মো. শফি (৫৫), মো. শফির ছেলে মো. আলম (১৮), মো. শফির স্ত্রী মমতাজ বেগম (৪৬), ইসমাইলের ছেলে ছানা উল্লাহ (৩০), আমান উল্লাহ (৪৫), মো. শফির ছেলে মোর্শেদ আলম (২৮) এবং ইউপি সদস্য ফরিদুল আলম।এতে টমটম চালক সহ তিন জন আহত হয়।খবর পেয়ে স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
Posted ১১:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy