সংবাদ বিজ্ঞপ্তি(২৯ জুলাই) :: কোভিড -১৯ এর কারণে কক্সবাজার জেলা ৮ই এপ্রিল ২০২০ থেকে সম্পূর্ণ লকড ডাউন হয়ে যায় এবং চলমান লকডাউন জেলার প্রায় সকলের জীবনকে প্রভাবিত করেছে, তবে এই প্রভাব দরিদ্র ও দৈনিক মজুরি উপার্জনকারী লোকদের জন্য তীব্র।
এর ফলে অর্থনৈতিক পরিস্থিতি এবং তাত্ক্ষণিক প্রয়োজন মেটাতে ইউএনডিপি বাংলাদেশ তার দাতাদের সাথে (ইউরোপীয় নাগরিক সুরক্ষা এবং মানবিক সহায়তা অপারেশনস (ইকো), সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (সিডা) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা) কক্সবাজার জেলার মোট ১১ হাজার ১২০ টি পরিবার যাদের জীবিকা মহামারী দ্বারা ব্যাহত হয়েছে তাদেরকে ৩,৫০০ টাকা করে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ অব্যাহত রেখেছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউএনডিপি কমিউনিকেশন অফিসার ইনো জনাথন অভুরহ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়-স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এরই মধ্যে কক্সবাজার সদর, টেকনাফ এবং উখিয়া উপজেলার ৬ হাজার ৪৪৩ টি স্থানীয় পরিবারের মধ্যে নগদ ২কোটি ২৫ লাখ ৫০ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে এবং আগামী ৩০ আগস্ট এর মধ্যে কক্সবাজার জেলার ১১ হাজার ১২০ হতদরিদ্র পরিবারের মাঝে মোট ৩৮ কোটি ৯ লাখ ২০হাজার টাকা নগদ সহায়তা বিতরন করা হবে।
এ অর্থসহায়তার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে পরিবারগুলির মধ্যে সচেতনতা মূলক তথ্য, বার্তা, মাস্ক, সাবান, ব্লিচিং পাউডার, বালতি ইত্যাদি প্রদান করা হচ্ছে।
মরিচ্যা পালং এর বাসিন্দা সুলতান আহমেদ বলেন, ‘আমার বয়স ৫৪ বছর। কোনরকম দিন আনে দিন খায় ভাবে চলছিলাম । করোনার জন্য কাজ বন্ধ। সামনে ঈদ প্রতিবছর সংসারের ছোটদের নতুন কাপড় কিনে দেই। এ বছর আর নতুন কাপড় কিনে না দিতে পারলেও এই সময়ে ওই টাকা দিয়া চাল, ডাল, সেমাই কিনব। অন্তত ছেলেমেয়ে নিয়া কয়েকটা দিন ভালোই কাটবে।’
Posted ৬:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy