কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলায় করোনা ভাইরাসের সংক্রমন আবারও ভয়াবহ আকার ধারণ করছে।গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার ৪৬ জন সহ নতুন করে আরও ৭২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৮১ জন। তবে ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮৩৩ জনে।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২ জন। এর মধ্যে সদর উপজেলায় ৪৬ জন,চকরিয়া উপজেলায় ৭ জন,উখিয়া উপজেলায় ৫ জন, মহেশখালী উপজেলায় ৫ জন,টেকনাফ উপজেলায় ৩ জন, রামু উপজেলায় ২ জন, পেকুয়া উপজেলায় ৪ জন।
সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৫৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ১ লাখ ৬ হাজার ৮৫০ জনের নমুনা সংগ্রহ করা হলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮৩৩ জনে। নতুন করে প্রাণহানি ঘটেনি। জেলায় এখন পর্যন্ত মোট ৮৪ জন মারা গেছেন।তার মধ্যে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলাতেই ৪৫ জনের মৃত্যূ হয়েছে।
Posted ১০:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
coxbangla.com | Chanchal Chy