কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলায় করোনা ভাইরাসের সংক্রমন আবারও ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যূর পাশাপাশি কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার ২৬ জনসহ নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৭২ জন এবং সোমবার ছিল ৮১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮৯০ জনে।
বুধবার (৭ এপ্রিল) রাতে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে ২৪ ঘন্টায় সদর হাসপাতালে করোনায় মুরশিদা বেগম(৪৬) নামে এক নারী নিহত হয়েছে।সে সদর উপজেলার ঈদগাঁও সদরের বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ জন।তন্মধ্যে সদর উপজেলায় ২৬ জন,উখিয়া উপজেলায় ১৪ জন,চকরিয়া উপজেলায় ৬ জন, মহেশখালী উপজেলায় ৩ জন,টেকনাফ উপজেলায় ৪ জন, রামু উপজেলায় ৩ জন এবং কুতুবদিয়া উপজেলায় ১ জন।নেগেটিভ ছিলেন ৫৮০ জন। ফলোআপ ছিলেন ১ জন।
কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৬৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ১ লাখ ৭ হাজার ৩৭৩ জনের নমুনা সংগ্রহ করা হলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮৯০ জনে।সুস্থ হয়েছে ৬ হাজার ২৩ জন। নতুন করে এক নারীর প্রাণহানি ঘটেছে। এ নিয়ে জেলায় করোনায় এখন পর্যন্ত মোট ৮৫ জন মারা গেছেন। তার মধ্যে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলাতেই ৪৬ জনের মৃত্যূ হয়েছে।
Posted ৩:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
coxbangla.com | Chanchal Chy