কক্সবাংলা রিপোর্ট :: ২০২১ সালের প্রথম কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত সভায় নবাগত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলি’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও সভায় স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ৭:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১০ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy