রোতাব চৌধূরী :: কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা।
রবিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সভাপতির বক্তব্যে তিনি, সকল উপজেলার মডেল মসজিদ,গ্রামীণ সড়কসহ অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং ব্যবস্থা জোরদার করণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভিষণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Posted ৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Chy