প্রেস বিজ্ঞপ্তি :: ছোট বেলা থেকে যারা খেলাধুলার সাথে জড়িত থাকে তারা স্বাস্থ্য এবং শিক্ষা সব দিক থেকে এগিয়ে থাকে। তাই শুধু বইয়ের ভেতরে শিশুদের জীবন শেষ না করে তাদের মাঠের সাথে সম্পর্ক করাতে হবে। এছাড়া বর্তমান সরকার ক্রীড়া সহ সব দিকে উন্নয়ন করছে বিশেষ করে কক্সবাজারে ক্রীড়ার ব্যাপক উন্নয়ন হচ্ছে তাই সামনে আরো সুযোগ বাড়বে।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুর্ধ ১৩-১৬ ফুটবল প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্টানে বক্তারা এসব কথা বলেন।
৮ অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,বক্তব্য রাখেন সহ সভাপতি অনুপ বড়–য়া অপু,আবছার উদ্দিন,ফুটবল সম্পাদক ও ডিএসএ সদস্য হারুন অর রশিদ,কোচ মাসুদ আলম,অনুষ্টান সঞ্চালন করেন ডিএসএ সদস্য রতন দাশ ।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন,এম আর মাহবুব,ওসমান সরওয়ার আলম,আলী রেজা তসলিম,কারাতে কোচ উদয় শংকর পাল মিঠু,জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান,ক্রীড়াবিদ নাজিম উদ্দিন প্রমুখ। পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
Posted ১০:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy