সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিভীষিকাময় জেল হত্যা দিবস।
মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকালে জেলা পরিষদে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার মাধ্যমে কর্মসূচী শুরু হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিমের নির্দেশে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শোক র্যালী বের করা হয়।
শোক রালীটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে কেন্দীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মারুফ ইবনে হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক জাবেদ হাসান জীবন, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন তূর্য, জেলা ছাত্রলীগের নেতা ইবনুল আকিব চৌধুরী, সায়েদ হোসাইন কাদেরী, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিফাত।
সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট ও ৩ নভেম্বর একই সূত্রে গাঁথা এবং একই চক্রান্তের ধারাবাহিকতা। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে এ দুটি কলঙ্কিত হত্যাকাÐ সংগঠিত হয়েছে। ৩ নভেম্বরের জেল হত্যাকান্ডের অনেক রহস্য উন্মোচন এখনও হয়নি। নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।
জাতীয় চার নেতার শাহাদাৎবার্ষিকীতে এটাই শপথ, বাংলাদেশে এখনও স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত-ষড়যন্ত্র থেমে যায়নি। আজ আমরা শপথ করব- আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপমর ছাত্র সমাজ নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে তথা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করব। নেতৃবৃন্দ সদ্য ঘোষিত জেলা ছাত্রলীগের পকেট কমিটি বাতিল করে প্রকৃত ও ত্যাগী ছাত্রদের নিয়ে কমিটি পুনঃগঠিত করার জন্য জননেত্রী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
জেলা ছাত্রলীগ নেতা জামশেদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা নাজমুল হক শাকিল, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফুল করিমসহ ওয়ার্ড, উপজেলা ও বিভিন্ন স্কুল-কলেজ শাখার নেতৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
Posted ১০:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy