কক্সবাংলা রিপের্ট :: চলে এসেছে শীত,তার সাথে এসেছে ব্যাডমিন্টন খেলা। শীতকালে সব অঞ্চলেই ব্যাডমিন্টন খেলা খুব জনপ্রিয়। মাঠ, গলিতে একটু ফাঁকা স্থান পেলেই শুরু হয়ে যায় ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট কাটা। এরপর বন্ধু, সহকর্মীদের সাথে শীতের সন্ধ্যায় বা রাতে ব্যাডমিন্টন খেলার মজাই যেন আলাদা। প্রায় সব এলাকায় দেখা মেলে তরুণ,কিশোরদের ব্যাডমিন্টন খেলার দৃশ্য। আড্ডা, সময় কাটানো বা শুধুই হুল্লোড় হয় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা পরিষদ চত্বরেও শীতকালীন ব্যাডমিন্টন খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে।
৪ জানুয়ারী সোমবার সন্ধ্যায় সাড়ে ৬টায় জেলা পরিষদ চত্বরে প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বোসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ব্যাডমিন্টন কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধূরী।এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সংরক্ষিত আসনের মহিলা সংসদ কানিজ ফাতেমা আহমেদ।এছাড়া কক্সবাজার জেলা পরিষদ কর্মকর্তারও উপস্থিত ছিলেন।
জানা যায়,ব্যান্ডমিন্টন খেলার উৎপত্তি ১৮৭০ সালের দিকে, ভারতে নিযুক্ত এক বিট্রিশ সেনা অফিসারের মাধ্যমে। এর আরেকনাম পুনাই। ব্রিটিশ গ্যারিসন নগরী পুনায় এই খেলা বিশেষ জনপ্রিয় ছিলো। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ব্যান্ডমিন্টন ইংল্যান্ডে ব্যাপক জনপ্রিয়তা পায়।
বিশ্ব ব্যাডমিন্টন নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশন গঠিত করা হয় ১৯৩৪ সালে। বর্তমানে যা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বা বিডব্লিউএফ নামে পরিচিত। স্পেনের বার্সালোনায় ১৯৯২ সালের অলিম্পিকে পাঁচটি ইভেন্টসহ ব্যাডমিন্টন অন্তর্ভুক্ত হয়।
Posted ৬:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy