কক্সবাংলা রিপোর্ট :: পদ্মা সেতু উত্তর ও পদ্মা সেতু দক্ষিণ থানার কার্যক্রম, বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালের আধুনিকায়ন, বাংলাদেশ পুলিশের ৬টি নারী ব্যারাক ও অনলাইন জিডি কার্যক্রম প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের অংশ হিসেবে কক্সবাজার জেলা পুলিশ হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশ লাইনে ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান কাযালয়ের অতিরিক্ত ডিআইজি মো: আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান(পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি), জেল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান,অতিরিক্তপুলিশ সুপার রফিকুল ইসলাম,কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা:অনুপম বড়ুয়া,জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডা: মহিউদ্দিন আলমগীর,কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল,নার্স সহ সংশ্লিষ্টরা।
পরে রেঞ্জ ডিআইজি অন্য অতিথিদের নিয়ে কক্সবাজার জেলা পুলিশের নবনির্মিত ২০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল ঘুরে দেখেন।
Posted ১২:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২
coxbangla.com | Chanchal Chy