কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলা পুলিশের সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারী রবিবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, পিপিএম।
অপরাধ সভায় পুলিশ সুপার জেলার সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।
এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ডিসেম্বর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় জেলার সেরা পুলিশ অফিসারদেরকে পুরস্কৃত করা হয়।
পাশাপাশি ওয়ারেন্ট তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মামলার রহস্য উদঘাটনের জন্য বিশেষ ভূমিকা রাখায় সংশ্লিষ্ট অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সকাল ৮ টার সময় কক্সবাজার জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, ।
প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), কক্সবাজার।
Posted ১:০১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২
coxbangla.com | Chanchal Chy